ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২১, ২০:৪৬
শনিবার (৭ আগস্ট) মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, রাবনা, কান্দিলা, আশেকপুর,তারটিয়া, করটিয়া এলাকায় দেখা যায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচল করছে গণপরিবহন।
ভোরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের পাম্পে কথা হয় গাইবান্ধা থেকে আসা বাসের চালক সোলায়মান মিয়া বলেন, গত সপ্তাহে গার্মেন্টস খোলার কারণে একদিনের জন্য সরকার বাস খুলে দেয়, তখন গিয়ে আটক পড়েছিলাম। আজকে ঢাকায় ফিরছি। অপরদিকে, সিরাজগঞ্জ থেকে আসা বাসের চালক হুমায়ন বলেন, সকাল বেলায় পুলিশ থাকে না। টানের উপরে থাকলে বাস দেখলেও কিছু বলে না পুলিশ।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, দূরপাল্লার বাস টাঙ্গাইল অংশে আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত ৩০টি যানবাহনকে মামলা দিয়ে সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।