দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে ঢাকা-তেহরান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০০:৪৮
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে ঢাকা-তেহরান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র শনিবার (৭ আগস্ট) এ তথ্য জানায়।
শুক্রবার (৬ আগস্ট) তেহরান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে দু’দেশের মধ্যে কানেক্টিভিটি ও বেসরকারি খাতে বাণিজ্য-বিনিয়োগ আরও বাড়ানোর উপর তারা জোর দেন।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তেহরানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এনএফ৭১/কেবিএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।