দেশে করোনা পরিস্থিতি
চীন থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ০১:০৩
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে। ধাপে ধাপে এ টিকা দেশে আসবে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন ‘সাত কোটি ডোজ টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে।’
জাহিদ মালেক আরও বলেন, ‘চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। ইতিমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন-ক্রমে চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি হবে।'
করোনা সংক্রমণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। সেখানে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। কেননা হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।’
বিএসএমএমইউ'এর ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে বিএসএমএমইউ'এর ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।’
এনএফ৭১/২০২১
বিষয়: সাড়ে ৭ কোটি ডোজ টিকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য মন্ত্রী বিএসএমএমইউ'এর ফিল্ড হাসপাতাল আইসিইউ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।