কাউন্টারে টিকিট বিক্রি শুরু, বুধবার থেকে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ১৯:১০

কাউন্টারে টিকিট বিক্রি শুরু, বুধবার থেকে চলবে ট্রেন

সরকার চলমান বিধিনিষেধ শিথিল করায় সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রীরা সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, ‘সোমবার (আজ) সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।’

এদিকে ইতোমধ্যে বুধবার থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, আসন পূর্ণ করেই চলবে সব ট্রেন। এদিকে ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় সেদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top