গণটিকা কার্যক্রমে ভোগান্তিতে মানুষ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ১৯:৩০
দেশজুড়ে গণটিকা কার্যক্রম শুরু হলেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা নিতে পারছেন না অনেকেই। অবশেষে হতাশ হয়ে ফিরে যাচ্ছে তারা।
সকাল ৯টার দিকে টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, অন্তত দুই হাজার মানুষ দাঁড়িয়ে আছেন লাইনে। সাড়ে ৯টার দিকে তাদের মধ্য থেকে দেড়শ জন নারী ও দেড়শ জন পুরুষকে ভেতরে ঢুকিয়ে নেয়া হয়। আর বাকিদের জানিয়ে দেয়া হয়- আজ আর টিকা পাওয়া যাবে না, আগামীকাল আবার আসতে হবে।
এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এক গার্মেন্টস কর্মীর সাথে কথা বললে তিনি জানান, রবিবার সকাল ৭টার সময় এসে লাইনে দাঁড়ান। কিন্তু তার আগেই অনেকে লাইনে দাঁড়ানোর কারণে টিকা নিতে পারেননি তিনি। এ কারণে সোমবার ভোর ৫টার সময় এসে লাইনে দাঁড়ান। কিন্তু আজও তার ভাগ্যে মেলেনি টিকা।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আসছেন তাদের বেশিরভাগ টিকা পারেন না। তাহলে এমন ক্যাম্পেইন চালিয়ে লাভ কি। অনেকেই আহ্বান জানান যেন এভাবে মানুষকে হয়রানির না করে, সহজভাবে কীভাবে টিকা দেয়া যায় সেই পথ খুঁজে বের করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গণটিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।