দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৮:৩৮

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

লকডাউন তুলে নেওয়ার প্রথমদিনেই দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

বুধবার (১১ আগস্ট) সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস,কাচা পণ‌্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যানসহ ব্যক্তিগত গাড়ির জট তৈরি হয়েছে।

এছাড়া, দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে, ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে লক্ষ্য করা গেছে ট্রাক এবং কাভার্ডভ্যানের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘসারি। এদিকে, শিমুলিয়া-কাঠালাবাড়ি নৌপথে যাত্রী এবং গাড়িবাহী ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দৌলতিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ি এবং যাত্রীচাপ অন্যান্য যেকোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, আজ থেকে ১৫ ফেরির সম্পূর্ণরূপে চলাচল করছে। এর মধ্যে ৯টি বড় ফেরি এবং ৬টি ছোট ফেরি রয়েছে। যাত্রীচাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি লঞ্চ পারাপার করছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top