শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুরোগী ভর্তি ২৪২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২১, ২২:৪২

একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুরোগী ভর্তি ২৪২ জন

দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২২১ জন এবং দেশের অন্যান্য হাসপাতালে বাকী ২১ জন ভর্তি হয়েছেন।

এই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৯৬ জন। তার মধ্যে ঢাকায় ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৯ জনসহ মোট ২২১ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকার বাইরে ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: ডেঙ্গু


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top