ফেরি স্বল্পতায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১৮:২০

ফেরি স্বল্পতায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে সম্প্রতি কয়েক দফা ফেরি ধাক্কা লাগায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি স্বল্পতা থাকায় বিকল্প পথ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরিয়তপুর ফেরি রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।

২৩ জুলাই সকালে প্রথম মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের সঙ্গে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের ধাক্কা লাগে। এতে আহত হন ২০ যাত্রী। এরপর ৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়।

সবশেষ শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। প্রতিটি দুর্ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় ফেরির মাস্টার ও সুকানিকে।

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। পদ্মা সেতুর নিরাপত্তা অনেক বড় কথা।

তিনি আরো বলেন, এ সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত। এতে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। আমরা এতে বিব্রত হচ্ছি। দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top