মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আফগান যুদ্ধে যাচ্ছেন কিছু বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২৩:১৪

আফগান যুদ্ধে যাচ্ছেন কিছু বাংলাদেশি

আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে ঘর ছেড়ে হিজরতে কিছু বাংলাদেশি বেরিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সম্প্রতি তালেবানরা সাইবার ওয়ার্ল্ডে আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানাচ্ছে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে ঘর ছেড়েছেন। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছেন, আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন।’

সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর আছে উল্লেখ করে তিনি বলেন, 'জঙ্গিরা যদিও থেমে নেই তবে আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে।'

১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা যেন হতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো ধরনের আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, মাথায় শঙ্কা রয়েছে। তবে যে কোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top