দেশে করোনা পরিস্থিতি

করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত ৬৮৮৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ০১:৪০

করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত ৬৮৮৫

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে।

শনিবার (১৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৮৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়। যেখানে শনাক্তের হার ২০.৬৬ শতাংশ।

উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top