গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ২৩:৫৪
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত টিকা হাতে না আসায় আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি জানান, ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট টিকা হাতে এলেই ফের গণটিকা কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, ‘টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে দুই কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।’
কোভিড সংক্রমণ ১২ শতাংশ কমেছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই, আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই।’
উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে সারাদেশের সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু করে সরকার। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেন মানুষ। গত ১২ আগস্ট ছয় দিনব্যাপী গণটিকা কার্যক্রম শেষ হয়েছে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।