বঙ্গবন্ধু খুনিদের সন্ধান দিলেই পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ০০:৩৪

বঙ্গবন্ধু খুনিদের সন্ধান দিলেই পুরস্কার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, পালিয়ে থাকা ২ খুনির বিষয়ে আমরা তথ্য জানি। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তবে বাকি ৩ খুনির অবস্থান স্পষ্ট নয়। তারা কোথায় আছেন, কেউ জানাতে পারলে পুরস্কার দেয়া হবে।

প্রবাসীদের উদ্দেশে আব্দুল মোমেন বলেন, খুনিরা যেখানে অবস্থান করছেন, তাদের বাড়ি সামনে গিয়ে বিক্ষোভ করুন। সে সব দেশের সরকার জানুক যে সেখানে খুনি আছে। তাহলে সেসব খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ তৈরি সম্ভব হবে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top