আফগানিস্তান থেকে কর্মীদের ফিরিয়ে আনবে ব্র্যাক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ২০:৩৯
তালেবানের দখলের পর আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের সকল কর্মীকে ২২ আগস্টের মধ্যে সেখান থেকে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। রোববার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর দেশটিতে ক্রমশ বেড়েই চলেছে সহিংসতা। এমনকি রোববার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখল করেছে তালেবানরা। সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রথমে প্রশ্ন ওঠে বেসরকারি সংস্থাগুলো তাদের কর্মীদের বিষয়ে কী উদ্যোগ নিচ্ছে।
এ বিষয়ে ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস, কমিউনিকেশনের প্রধান রাফে সাদনান আদেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। দেশটির ১০টি প্রদেশে কাজ করছেন প্রায় তিন হাজার ব্র্যাককর্মী। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কর্মীদের মধ্যে তিন জন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, তাদের আফগানিস্তান ফেরত যেতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে শুক্রবার (১৩ আগস্ট) দেশটি থেকে বিমানযোগে রওনা দেন তিন জন এবং বাকি ৬ জনেরও ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।