আশুরায় নিষিদ্ধ তাজিয়া মিছিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০১:৫৫
পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
আগামী শুক্রবার (২০ আগস্ট) ১০ মুহররম দেশে পালিত হবে পবিত্র আশুরা।
হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের ১০ তারিখ আশুরা হিসেবে পরিচিত। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। সৃষ্টির শুরু থেকে মুহররমের ১০ তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর দৌহিত্র ইমাম হোসাইন রা. ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার ঘটনা স্মরণে অনেকে তাজিয়া ও শোক মিছিল করে থাকেন। প্রতি বছর ঢাকায় জাঁকজমক পূর্ণভাবে তাজিয়া মিছিল হলেও গত বছরের মতো এবারও করোনার কারণে তা হচ্ছে না।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।