দেশে দেয়া হয়েছে দুই কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা !
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১৮:৩৪
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক হিসেবে দেশে এখন পর্যন্ত টিকা প্রয়োগ হয়েছে দুই কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন মানুষ।
এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯২ লাখ পাঁচ হাজার ৭২৭ পুরুষ ও ৬৫ লাখ ৯২ হাজার ২২৭ জন নারী। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৯৭ হাজার ৪৪৪ পুরুষ ও ২২ লাখ ৩২ হাজার ৭৫২ জন নারী।
অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ হয়েছে এক কোটি আট লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ। চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ হয়েছে ৮১ লাখ তিন হাজার ১১৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন তিন কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।