শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসছে শনিবার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২০:০২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুর ৩৫তম স্প্যান ‘টু-বি’ বসানো হচ্ছে শনিবার (৩১ অক্টোবর)। স্প্যানটি বসবে মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পদ্মাসেতুর প্রকৌশলী সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার(৩০ অক্টোবর) স্প্যানটি বসানোর তারিখ নির্ধারণ করা হলেও নাব্যতা সংকটের কারণে শিডিউল পরিবর্তন হয়। পদ্মাসেতুর ৩৫তম স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ২৫০ মিটার।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। বহুমুখী এই সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top