ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ৩০ আগস্ট পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১৯:৩০
করোনা পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ালো কর্তৃপক্ষ। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে ৩০ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
এদিকে, ভারতীয় হাইকমিশন বাংলাদেশে নিজেদের ভিসা সেন্টারগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথম দফায় ২৬ এপ্রিল দেশটির সঙ্গে সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।
এখন সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি স্থলবন্দর নিয়ে দেশে ফিরতে পারছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।