শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সচিবদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ০০:০২

সচিব সভায় সচিবদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) সকালে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

চার বছরের বেশি সময় পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, 'আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়।'

শেখ হাসিনা বলেন, 'দেশের তৃণমূল পর্যায়ের মানুষও যেন উন্নত জীবন পায়, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।'

সচিব সভা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০১৭ সালের জুলাই মাসে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জুলাই মাসে সচিব সভার উদ্যোগ নেওয়া হলেও করোনা মহামারি পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top