৬ বছরেও তাজিয়া মিছিলে বোমা হামলার বিচার হয়নি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ১৯:১৫
২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরনো ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনা ঘটে। কিন্তু ৬ বছরেও ওই ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষ হয়নি ।
আইনি জটিলতার কারণে এ ঘটনায় দায়ের করা মামলার বিচার বিলম্বিত হয়। এরপর বিচার কাজশুরু হলে করোনার জন্য তা আবার থেমে যায়। সম্প্রতি আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সাক্ষী হাজির করে মামলার বিচার দ্রুত শেষ করার আশা রাষ্ট্রপক্ষের। আসামিপক্ষও চাইছে, যেন দ্রুত শেষ হয় মামলাটির বিচার।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা চালায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। হামলার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।
এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি চকবাজার থানা পুলিশ তদন্ত করে। পরে এর তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ঘটনায় আইএসের কোনো যোগসূত্র নেই।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।