বন্ধ থাকছে জাতীয় চিড়িয়াখানা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ১৯:৪১
বিধিনিষেধ শিথিল করে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দিলেও খুলছে না জাতীয় চিড়িয়াখানা। করোনা পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করে ঢাকা মিরপুরের চিড়িয়াখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ।
ডা. আব্দুল লতিফ বলেন, মিরপুর চিড়িয়াখানা অন্য সব বিনোদন কেন্দ্রের তুলনায় আলাদা। আমরা লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করি। প্রায় তিন হাজার প্রাণী এখানে। এদের বড় একটি অংশ কোভিড-১৯ সংবেদনশীল।
তিনি আরও বলেন, আমরা আরও কিছুদিন পর্যবেক্ষণ করবো। পরিস্থিতি ভালোর দিকে যায় তাহলে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা খুলে দেয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে করোনার কারণে বন্ধ জাতীয় চিড়িয়াখানা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চিড়িয়াখানা zoo
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।