নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে তাজিয়া মিছিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২১:৩৬
ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে মুসলিম বিশ্বে। তাই বাংলাদেশেও প্রতিবছরের মতো এ বছর শিয়া সম্প্রদায়ের উদ্যোগে রাজধানীতে বের হয়েছে তাজিয়া মিছিল।
করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হলেও নিষেধাজ্ঞার উপেক্ষা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা বলেন, ' আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেয়া হবে না।'
অথচ শুক্রবার (২০ আগস্ট) সকালে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়। এদিকে বৃহস্পতিবার রাতেও মিরপুরে তাজিয়া মিছিল বের হয়েছিল।
হোসেনি দালান ইমামবাড়া মিছিল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকার রেজা মাজলুম বলেন, ৪০০ বছর ধরে এখান থেকে বের করা হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এ বছর করোনার কারণে তা সীমিত আকারে করা হচ্ছে। তাই মিছিল আয়োজনে কষ্ট হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।