পদ্মাসেতু বাঁচাতে, ফেরিতে লাগানো হচ্ছে রাবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২২:০৬
পদ্মাসেতুর পিলারে ফেরির বারবার ধাক্কা লাগার ঘটনা এড়াতে এবার ফেরির সামনে-পেছনে লাগানো হচ্ছে রাবারের আস্তর (ফেন্ডার)।
প্রথমে সেতু কর্তৃপক্ষের কাছে পদ্মা সেতুর পিলারে রাবারের আস্তর লাগাতে প্রস্তাব দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তদন্ত কমিটি। কিন্তু এবার নিজেদের ফেরিতে রাবার লাগাচ্ছ বিআইডব্লিউটিসি।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলাচলকারী ৫টি ফেরির সামনে-পেছনে লাগানো হবে রাবারের আস্তর (ফেন্ডার)। এ জন্য ই-টেন্ডার আহ্বান করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পদ্মা সেতু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।