সাড়ে তিন কোটি মানুষ টিকার নিবন্ধন করেছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০৮:১৭

সাড়ে তিন কোটি মানুষ টিকার নিবন্ধন করেছেন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে টিকা গ্রহণের জন্য তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন নিবন্ধন করেছেন। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২১ আগস্ট) বিকাল পর্যন্ত এ সংখ্যক মানুষ নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ তিন হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১২০ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন।

এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত এক দিনে কমেছে শনাক্তের সংখ্যাও। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top