সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ১৯:০৮

সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ চলবে ২৫ আগস্ট বুধবার পর্যন্ত টানা তিন দিন। এ সময় মামলার ১ থেকে ১৫ নম্বর সাক্ষীরা সাক্ষ্য দেবেন।

মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। তিনি বলেন, এই মামলায় মোট ৮৩ জন সাক্ষী। আদালতে হাজির থাকতে নোটিশ পাঠানো হয়েছে ১৫ জন সাক্ষীকে। সাক্ষ্য গ্রহণের সময় মামলার আদালতে হাজির করা হবে ১৫ জন আসামিকেও।

ফরিদুল আলম বলেন, সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত ছিল ২৬ জুলাই থেকে পরবর্তী তিন দিন। কিন্তু করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, সিনহা হত্যার ঘটনায় মামলা হয়েছে মোট চারটি। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়, একটি রামু থানায়।

এদিকে, ৪ অক্টোবর মামলার প্রধান আসামি লিয়াকতের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন সিনহা হত্যা মামলাটি বেআইনি ও অবৈধ দাবি করেকক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলার বিশেষ কোনো অগ্রগতি এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top