দেশে করোনা পরিস্থিতি

করোনায় দেশে আরও ১০২ মৃত্যু, শনাক্ত ৪৬৯৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২১, ০১:২৭

করোনায় দেশে আরও ১০২ মৃত্যু, শনাক্ত ৪৬৯৮

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে আরও ৪ হাজার ৬৯৮ জনের দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রুগীর সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।

আর এই সময়ে সুস্থ হয়েছেন আট হাজার ৩১৪ জন। দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top