"সুযোগ পেলেই বাংলাদেশিদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনব"
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২১, ২০:৪৬
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।
ড. মোমেন বলেন, 'কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। সুযোগ পাওয়া মাত্রই আমরা আফগানিস্তান থেকে তাদের ফিরিয়ে আনব। আটকেপড়া বাংলাদেশিদের ঢাকা থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’
তিনি আরো বলেন, 'বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে সব ধরনের চেষ্টা। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান বাংলাদেশি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।