যথাসময়ে হবে সাত কলেজের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ২১:০১
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ১৭ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজগুলোর পরীক্ষা নেওয়ার কথাও রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ের পরে চিন্তা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় খোলার। তাই সাত কলেজের পরীক্ষা নেওয়ার বিষয়ে একটা সুনির্দিষ্ট ঘোষণা দরকার।
এ বিষয়ে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের বর্ধিত ছুটি সাত কলেজের পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু কিছু বিভাগের রুটিন প্রকাশিত হয়েছে। বেশ কিছু বিভাগের রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।