থাইল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ২২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ২০:০৩

থাইল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ২২ জন

করোনার কারণে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিসহ ২২ জনকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফেরত আনা হয়েছে ঢাকায়। রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ২২ জন ফেরত এসেছেন বাংলাদেশে। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যাত্রীদের বাংলাদেশে আনায় সহযোগিতার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছাড়া ছিলেন কয়েকজন থাই নাগরিক। থাই নাগরিক যারা এই ফ্লাইটে ঢাকায় এসেছেন তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত বলে জান গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top