ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২১

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৫ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩২ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে দুই জনের।

শনিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম চারদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর বছরের এপর্যন্ত মোট ৫১ জনের মৃত্যু হল।

এর আগে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ২০০২ সালে, সেবার ৫৮ জনের মৃত্যু হয়। এছাড়া ২০০১ সালে ৪৪ জন মারা যায়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top