১২-১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

১২-১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ।

১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে অনুমতি চেয়েছে বাংলাদেশ। অনুমতি মিললে শুরু হবে টিকাদান কার্যক্রম। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা, টিকা যাদেরকে দেওয়া সম্ভব সবাইকে দিতে হবে। ১২ থেকে ১৭ বছরের বয়সীদের টিকা দেওয়া হবে। কিন্তু শর্ত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে হবে আমাদের। আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। যার অপেক্ষায় আমরা আছি।’

১২ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সে সংখ্যার টিকাও হাতে থাকতে হবে। কাজে সেই টিকার ব্যবস্থা আমরা করছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে আমরা এ টিকাগুলো দিতে পারবো। ইতিমধ‌্যে ২২টি দেশে অনুমোদন দেওয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top