মেয়েদের নিয়ে উন্মুক্ত পরিবেশে চলাচলের অনুমতি চান জাপানি মা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

মেয়েদের নিয়ে উন্মুক্ত পরিবেশে চলাচলের অনুমতি চান জাপানি মা

দুই মেয়েকে নিয়ে উন্মুক্ত পরিবেশে বাধাহীনভাবে চলাচলের অনুমতি চেয়ে উচ্চ আদালতে একটি আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো। সোমবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন জাপানি মায়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এ দুই শিশু সন্তানের সুরক্ষা নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে বিচারাধীন রয়েছে। একই বেঞ্চে হতে পারে জাপানি মায়ের আবেদনের শুনানি। তবে আদালত এখনও গ্রহণ করেননি আবেদনটি।

সবশেষ ২৬ আগস্ট (বৃহস্পতিবার) বাবা-মা একমত হয়ে আদালতে আবেদন দাখিল করলে জাপানি দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখার আদেশ দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন হাইকোর্ট।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top