আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬
১০ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছরের প্রতিপাদ্য 'কর্মের মাধ্যমে আশা তৈরি করো'। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
২০১৪ সালে ডব্লিউএইচও প্রকাশিত মানসিক স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বজুড়ে নিম্নআয়ের কোনো দেশেই আত্মহত্যা প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো কৌশল বা কর্মপন্থা নেই। তবে মধ্য আয়ের দেশগুলোতে ১০ শতাংশ এবং উচ্চ আয়ের দেশগুলোতে বিদ্যমান রয়েছে এ প্রতিরোধ ব্যবস্থা।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন উপলক্ষে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে র্যালির আয়োজন করেছে হিল বাংলাদেশ ফাউন্ডেশন। সকাল ৯টায় রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে এ র্যালি শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন এলাকা ও আসাদ গেট এলাকা প্রদক্ষিণের কথা রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।