খুলে গেলো স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯
মহামারির সংশয় কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর খুলে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের কলতানে মুখর হয়ে উঠছে বিদ্যাপীঠগুলোর আঙিনা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে।
অবশ্য চলমান বন্যা পরিস্থিতির কারণে দেশের উত্তর ও মধ্যভাগে অনেক স্কুলে এখনই পাঠদান শুরু হচ্ছে না।
এদিকে, স্কুল খুলে যাওয়ার খবরে দেশব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে আসায় নতুন রঙে সেজে উঠেছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
অবশ্য সবার মধ্যে করোনাভাইরাসের টিকা প্রয়োগ নিশ্চিত না করে ঢালাও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনেকের মনে সংশয় কাজ করছে। এর আগে জাতীয় কারিগরি কমিটি অন্তত ৮০ শতাংশ শিক্ষক-কর্মচারীকে টিকাদানের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ করেছিল। কোমলমতি শিক্ষার্থীদের বেলায় টিকা প্রদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী দীপু মনি উভয়েই বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। যদিও তারা চান স্থবির শিক্ষা ব্যবস্থা আগের অবস্থায় ফিরে আসুক। তবে সংক্রমণের ঝুঁকি বেশি দেখা দিলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলেও তারা জানিয়েছেন।
এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে ১৯টি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসব নির্দেশনা মেনেই প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। একইসাথে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য আলাদা করে ১৬ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে গত বছরের ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মহামারি পরিস্থিতি অনুকূলে না আসায় দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ২৬ আগস্ট এক ঘোষণায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
এনএফ৭১/২০২১
বিষয়: স্কুল-কলেজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।