দেশে করোনা পরিস্থিতি

করোনায় দেশে ৫১ মৃত্যু, শনাক্ত ১৮৭১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৫১

করোনায় দেশে ৫১ মৃত্যু, শনাক্ত ১৮৭১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে।

রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৭১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ১১২ জনের। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১২৫৮, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ২৪৪, রাজশাহীতে ৭৬, রংপুরে ৭৬, খুলনায় ৯১, বরিশালে ৪৫, সিলেটে ৪৯ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৫১ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ২৯ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৯, খুলনায় ৯, চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, বরিশালে ০, সিলেটে ৬, রংপুরে ১ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top