শর্ত সাপেক্ষে ৫ অক্টোবর ঢাবির হল খুলছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৮
আগামী ৫ অক্টোবর থেকে শর্ত সাপেক্ষে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। তবে হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের অন্তত ১টি ডোজ নেয়ার শর্ত মানতে হবে।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সূত্র মতে, ঐ দিন সকাল আটটা থেকে শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের হলে প্রবেশের প্রক্রিয়া শুরু হবে। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই শিক্ষার্থীদের মেনে চলতে হবে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।
এনএফ৭১/২০২১
বিষয়: শর্ত সাপেক্ষে ৫ অক্টোবর ঢাবির হল খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতীয় নীতিমালা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ডিনস কমিটি একাডেমিক কাউন্সিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।