জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ‌্যা সোয়া ৬টা (বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টা) দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট (বিজি-১৯০২) জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন। এ সময় বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের পার্কিলটে শত শত আওয়ামী লীগের নেতা-কর্মী বিভিন্ন স্লোগানও দেন। সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে বিগত বছরগুলোর মতো এবারও বাংলায় ভাষণ দেবেন তিনি। সফর শেষে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন শেখ হাসিনা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top