জাতিসংঘ সদরদপ্তরে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

জাতিসংঘ সদরদপ্তরে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি হানি লোকাস্ট গাছ রোপণ করেছেন। সোমবার(২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের বৃক্ষরোপণ ছারাও জাতির পিতার উৎসর্গে তার বাণী সংবলিত একটি বেঞ্চ উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও চেয়ার উৎসর্গ করা হলো। বৃক্ষ মানুষকে ছায়া দিবে আর চেয়ারে মানুষ শান্তিতে কিছুক্ষণ আরাম করতে পারবে।

বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে আসেন এবং ২৫ সেপ্টেম্বর সেখানে ভাষণ দেন। সেই সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের উত্তর লনে এই বৃক্ষরোপণ এবং বেঞ্চ উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top