৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫
যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বুধবার (২২ সেপ্টেম্বর) তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে।
উল্লেখ্য, রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ।
এসএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।