কবি শেখ ফজলল করিমের ৮৫তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০০
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কবি শেখ ফজলল করিমের ৮৫তম মৃত্যুবার্ষিকী। ১৮৮২ খ্রিষ্টাব্দের ১লা মার্চ, ১২৮৮ বঙ্গাব্দ ১৬ চৈত্র, বুধবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামের এক সম্ভ্রান্ত সর্দার পরিবারে কবি শেখ ফজলল করিমের জন্ম।
শেখ ফজলুল করিম মূলত কবি হিসেবে পরিচিত হলেও তার জীবনী ও প্রকাশনা অনুসন্ধান করলে দেখা যায় তিনি কবিতা বা কাব্য ছাড়াও বহু প্রবন্ধ, নাট্যকাব্য, জীবনগ্রন্থ, ইতিহাস, গবেষণামূলক নিবন্ধ, সমাজ গঠনমূলক ও তত্ত্বকথা গল্প, শিশুতোষ সাহিত্য, নীতি কথা লিখেছেন।
কবি শেখ ফজলল করিম প্রকাশিত ও অপ্রকাশিত ৩৯টি গদ্যগ্রন্থ ও ৬টি কাব্যগ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে - কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর! মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরা সুর।
এনএপ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।