টার্গেট পূরণে চলবে টিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২০
৭৫ লাখ টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) টিকাকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কম থাকা প্রসঙ্গে তিনি এ বক্তব্য দেন।
দেশে মঙ্গলবার ফাইজারের যে ২৫ লাখ টিকা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হবে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।