মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২
ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি’র গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে প্রতারণার মামলাটি এক ভুক্তভোগী দায়ের করেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলাটি দায়ের করেন ওই ভুক্তভোগী। অন্যদিকে, মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার (২৯ সেপ্টেম্বর) মুফতি কাজী ইব্রাহিমকে আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ইউটিউব-ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। জেড এম রানা নামে একজন বাদী হয়ে করেন মামলাটি। মামলায় ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারা যুক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।