ডেঙ্গুতে মৃত্যু ৬৭, আক্রান্ত ১৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪

ডেঙ্গুতে মৃত্যু ৬৭, আক্রান্ত ১৮ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৭ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ১৮ হাজার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৭৪ জন। অন্যদিকে, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। আক্রান্তদের অধিকাংশই ঢাকার। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর)পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন রোগী। এ সময় ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top