দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ০১:৫০

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

০১ অক্টোবর (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬৫ জনের মধ্যে ঢাকাতেই ভর্তি ১৪১ জন ও ঢাকার বাহিরে ভর্তি ২৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ২০৯ জন রোগী ভর্তি রয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top