আজ মহালয়া!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ১৮:৪৯
আজ মহালয়ার। আজ থেকেই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গোৎসবের। ভক্তদের মাঝে শুরু হলো দুর্গা পূজার দিন গোনা।
পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা দায়িত্ব পান মহিষাসুর বধের। ব্রহ্মার বর অনুযায়ী কোনও মানুষ বা দেবতা দ্বারা মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। একমাত্র নারী শক্তির দ্বারা তাঁকে বধ করা সম্ভব ছিল।
তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব শক্তি দ্বারা সৃষ্ট নারীশক্তি সিংহবাহিনী মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করে হত্যা করেন। এভাবেই দেবীর আগমণ ঘটে মর্ত্যে।
এবার ঘোড়ায় চড়ে কৈলাস ছেড়ে কন্যা রূপে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে বাবার বাড়িতে আসছেন মা দুর্গা। শ্রদ্ধা ভরে তিনি পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সে পূজার প্রস্তুতিই চলছে দেশজুড়ে।
মহালয়ার এদিন নতুন করে আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থাপন করা হবে মন্দির আর পূজামণ্ডপে। এবার দেশ জুড়ে ৩২ হাজারেরও বেশি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজার অনুষ্ঠান।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।