বিজয় দিবসে ৩১ বারের পরিবর্তে ৫০ বার তোপধ্বনি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২২:১৮
চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর হওয়ায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বারের পরিবর্তে ৫০ বার তোপধ্বনি (কামান দাগা) করা হবে।
এর আগে ১৭ আগষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় অন্যান্য বছরের মতো ৩১ বার তোপধ্বনি করার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে ৪ অক্টোবর সেই কর্মসূচি সংশোধন করে সিদ্ধান্ত নেয়া হয় ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় ৫০ বার তোপধ্বনি করা হবে।
নিয়মে অনুযায়ী স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি করা হয়। তোপধ্বনি হচ্ছে প্রচলিত সামরিক সম্মান। বাংলাদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্যসন্তানদের সম্মান জানানো হয়। চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হওয়ায় গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে উদযাপন করা হয়েছিল।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।