ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২২:১১

ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চলাচল শুরু

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার (১০ অক্টোবর) থেকে ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চলাচল শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কুয়েতের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে বাংলাদেশ বিমানের। সংস্থাটি এই রুটে সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছরের আগস্ট থেকে ধাপে ধাপে ঢাকা-কুয়েত রুটে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা সরাসরি ফ্লাইট পরিচালনা করলেও টিকেটের মূল্য ছিল দুই থেকে তিন গুণ বেশি। বর্তমানে কুয়েত বিমান বন্দরে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ১০ হাজার যাত্রী প্রবেশের অনুমতি রয়েছে। তবে এ সংখ্যা বাড়ানোর চিন্তা করছে দেশটির সরকার।

এদিকে টিকেটের উচ্চ মূল্য হওয়াতে দীর্ঘদিন আটকে পড়া স্বল্প আয়ের প্রবাসীদের যাতায়াত করা সম্ভব হচ্ছে না। তবে ফ্লাইট চলাচল শুরু হলে টিকেটের মূল্য স্বাভাবিক হবে বলে প্রত্যাশা কুয়েত প্রবাসীদের।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top