শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৮২, মৃত্যু আরও ২ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০২:৫৭

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৮২, মৃত্যু আরও ২ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের ১৬২ জনই রাজধানীর বাসিন্দা। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়া, ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭১ জন। এছাড়া, ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

১২ অক্টোবর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯২ জনের মধ্যে ঢাকাতেই ভর্তি ১৪৩ জন ও ঢাকার বাহিরে ভর্তি ৩৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top