আজ মহাষ্টমী, হচ্ছে না কুমারী পূজা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩
শারদীয় দুর্গাপূজার পঞ্চম দিনে চলছে মহাষ্টমী। ঢাকঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে ভক্তদের আনাগোনায়। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার হচ্ছে না কুমারী পূজা। এ জন্য রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ কোনো মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়নি।
বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকেই মন্দিরে ও মণ্ডপে চলছে মহাঅষ্টমীর বিহিত পূজা। বিধিসম্মতভাবে অষ্টমীবিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করছেন ভক্তরা।
মহাষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধিপূজা শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এর আগে সোমবার (১১ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ১৫ অক্টোবর বিজয়া দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দোলায় চড়ে আবারও কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।