পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র্যাবের ডিজি
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০০:৫১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ পদে পদোন্নতির তথ্য দেয়া হয়।
এর আগে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন শফিকুল ইসলাম। চলতি মাসের ৩০ অক্টোবর অবসরে যাওয়ার কথা থাকলেও ফের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন তিনি। চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
অন্যদিকে, 2020 সালের ৮ এপ্রিল অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) করে সরকার। এর আগে তিনি সিআইডি-প্রধানের দায়িত্বে ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।