বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইসির ৮৮তম কমিশন সভা আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ২৩:২৮

ইসির ৮৮তম কমিশন সভা আজ

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ৮৮তম কমিশন সভা সোমবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সভায় তিনটি বিষয়ের ওপর আলোচনা করা হবে বলে সভার নোটিশ থেকে জানা যায়।

ইসি সংশ্লিষ্টরা জানান, সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ব্যালটে (ই-ব্যালট) ভোটদানের সুযোগ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আইন-বিধি সংশোধন হলে ই-ব্যালটে ভোটদানের সুযোগ পাবেন প্রবাসী ভোটার, জেলবন্দি ও ভোটগ্রহণ কর্মকর্তারা।

বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) সংশোধন’ বিষয়েও আলোচনা হবে। এছাড়া ‘পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ব্যালটে ভোটদানের ব্যবস্থা সংক্রান্ত বিধি’ বিষয়ে আলোচনা হবে। সভার আলোচ্যসূচিতে এ দুটি বিষয়ের পরই বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top